নিজস্ব প্রতিবেদক,মহেশখালীঃ মহেশখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন ভুক্তভোগীরা। টানা ৪৮ ঘন্টার বৃষ্টি যেন এ মওসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি। বৃষ্টিতে মহেশখালীর হোয়ানকের বড়ছড়া, কেরুনতলী, হরিয়ারছড়া, পুঁইছড়া, ধলঘাটার সুতরিয়া, মুহুরীঘোনা, সরইতলা, পন্ডিতের ডেইল ছোটমহেশখালীর সিপাহীর পাড়া, মুদিরছড়া, উম্বনিয়া পাড়া, তেলি পাড়া, ঠাকুরতলা, মাতারবাড়ীর সাইরার ডেইল, সিকদার পাড়া, মগডেইল, কুতুবজোমের ডেম্বুনি পাড়া, ঘটিভাঙ্গা, তাজিয়া কাটা, সোনাদিয়া, পৌরসভার ঘোনাপাড়া, পুটিবিলা, চরপাড়া, কালারমারছড়ার উত্তর নলবিলা, ইউনুছখালী, ঝাপুয়া, মোহাম্মদশাহ ঘোনা, বড়মহেশখালীর পাহাড়তলী ও দেবাঙ্গপাড়া সহ একাধিক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।পাহাড়ি ঢলে হোয়ানকের বড়ছড়ার মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি ও উত্তর নলবিলার সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক এর বাড়ি সহ একাধিক বাড়ি তলিয়ে গেছে। কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকশ পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। এছাড়াও কয়েকটি এলাকায় রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতি বৃষ্টিতে পাহাড় ধ্বসে শতাধিক পানির বরজ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সবজি খেত ও আমন চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কৃষকরা। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি একাকার হয়ে কয়েকশ একর চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েক কোটি টাকার চিংড়ি মাছ পানিতে ভেসে গেছে বলে জানান চিংড়ি চাষীরা। বৈরি আবহাওয়ার কবলে পড়ে কয়েকটি ফিশিং বোট সোনাদিয়া দ্বীপ সহ বিভিন্ন ঘাটে এসে নোঙর করলেও বেশির ভাগ ফিশিং বোট কুলে আসতে পারেনি বলে জানিয়েছেন মাঝিমাল্লার পরিবার।
সম্পর্কিত
দূর্যোগকালীন ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী
পড়া হয়েছেঃ ৭০৫ কাপ্তাই প্রতিনিধি: ১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন দূর্যোগকালীন জাবতলী ইউনিয়নে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা…
রাউজানে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের
পড়া হয়েছেঃ ৫৪৯ এম কামাল উদ্দিন: চট্টগ্রামের রাউজানে সড়কের উপর রাখা একটি বিকল ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় জয় চৌধুরী…
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৬ নিজস্ব প্রতিবেদক, রাউজান : মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৬তম…