বোয়ালখালীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Messenger creation 9092c5a5 15fe 4396 9c88 a2370d5446b3

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে ৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত মো. সেলিম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী (ফুলতল) মাহাদারো বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো.সেলিম পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির বাসিন্দা এবং শফি সওদাগরের দ্বিতীয় ছেলে।বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক মো.সাইফুল ইসলাম বলেন, রায় ঘোষণা পর থেকে মো. সেলিম পলাতক ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি (জিআর-৪৩/২০১৪) মামলায় মো. সেলিমকে ফৌজদারী আপীল মামলা নং ২২৬/২০১৫ এর রায় ও আদেশ মূলে পেনাল কোডের ৩২৬ এবং ৩০৭ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গ্রেফতার মোহাম্মদ সেলিমকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ