নিজস্ব প্রতিবেদক,বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে ৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত মো. সেলিম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী (ফুলতল) মাহাদারো বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো.সেলিম পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির বাসিন্দা এবং শফি সওদাগরের দ্বিতীয় ছেলে।বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক মো.সাইফুল ইসলাম বলেন, রায় ঘোষণা পর থেকে মো. সেলিম পলাতক ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি (জিআর-৪৩/২০১৪) মামলায় মো. সেলিমকে ফৌজদারী আপীল মামলা নং ২২৬/২০১৫ এর রায় ও আদেশ মূলে পেনাল কোডের ৩২৬ এবং ৩০৭ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গ্রেফতার মোহাম্মদ সেলিমকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
সম্পর্কিত
চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদকের বাড়িতে সন্ত্রাসী হামলা : তীব্র নিন্দা ও প্রতিবাদ
পড়া হয়েছেঃ ২৬৯ চট্টগ্রাম সংবাদদাতা; মাদার্শা সমিতির সদস্য চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার ও ব্যাংকার হোসাইন মারুফ ইমতিয়াজের সাতকানিয়া…
ফটিকছড়ির আবাসিক হোটেল সীলগালা
পড়া হয়েছেঃ ৩৪৪ নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার দাঁতমারার হেয়াঁকো বাজারে আবাসিক হোটেলের আড়ালে দিনে দুপুরে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে…
কর্ণফুলী সড়কের পাশ থেকে যুবকের লাশ
পড়া হয়েছেঃ ৫৭২ নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলীর রাস্তার পাশ থেকে মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) নামের এক যুবকের লাশ…