এম বেলাল উদ্দিন, রাউজান : আজমীর শরীফের খাস খাদেম পীর সৈয়দ সমির উদ্দিন চিশতী আজমিরী (মাঃজিঃআ)বলেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) হিন্দুস্তানের জমিনে তাশরিফ আনার কারনে ৯০ লক্ষ বিধর্মী ইসলাম ধর্ম গ্রহন করার সূযোগ পেয়েছেন।গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী ও খাজা গরিবে নেওয়াজ ইসললাম ধর্মকে পুর্ণজীবন দান করেছেন বলেই বিশ্বে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে।ইনশাআল্লাহ একদিন এমন সময় আসবে মুসলমানরা সারা বিশ্বের নেতৃত্ত দেবে। তিনি গত (শুক্রবার) রাতে রাউজানের হলদিয়া ইউপির সর্তারকুল মাওলানা রমজান আলী জামে মসজিদে হুজুর গাউসে পাকের মাসিক গেয়ারভী শরীফ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বিশিষ্ট সংগঠক মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম বাবর,খাদেম মোহাম্মদ নুরুল আমিন দোবাস।এর আগে বিকালে সৈয়দ সমির উদ্দিন চিশতী সাংবাদিক এম বেলাল উদ্দিনের পরিবারের আয়োজনে নাতে রাসুল মাহফিলে যোগদান করে দোয়া মোনাজাতে শরিক হন।এতে নাত পরিবেশন করেন শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন,শায়ের গোলাম মহিউদ্দিন।উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম,মুহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদার,শিক্ষক মুহাম্মদ ফরিদ মিয়া,
অধ্যাপক মুহাম্মদ নুরুল হুদা,সৈয়দ কপিল উদ্দিন,মোঃরাসেদ।গেয়ারভী শরীফ মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরমান চৌধুরী,বিটিভি উপস্থাপক মাওলানা মোরশেদ রেজা কাদেরী,আলহাজ্জ সোলাইমান চৌধুরী,মাওলানা কপিল উদ্দিন,মোহাম্মদ ইকবাল হোসেন চৌঃ,এস এম মুবিন,মাষ্টার মোহাম্মদ মুমিনুল হক,সৈয্যদ মুহাম্মদ আলী সম্রাট, মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, হাফেজ মাওলানা মুহাম্মদ মহিনউদ্দিন কাদেরী,হাফেজ মোহাম্মদ ওমর ফারুক,মাওলানা মুহাম্মদ জুনায়েদ কাদেরী, মাওলানা নুরুল আলম আজমীর, তরুন নাঁতখা হাফেজ মোহাম্মদ মিনহাজ উদ্দিন কাদেরী, মোহাম্মদ আবু তাহের,মোহাম্মদ আব্দুর রহিম সিকদার, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ আব্দুস সবুর,ব্যাংকার মোহাম্মদ সাইফুল ইসলাম,কুয়েত প্রবাসী মোহাম্মদ মুসা চৌধুরী, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ আনোয়ার মিয়া,
সৈয্যদ মুহাম্মদ মেহরাজ শরীফ,সৈয়্যদ মুহাম্মদ মঈন রেজা হাসনাইন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ ফাহিম প্রমুখ।
মাহফিলে সভাপতির বক্তব্য সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বি হুজুর গাউসে পাকের কাদেরিয়া তরিক্বতের অন্যতম খতম পবিত্র মাসিক গেয়ারভী শরীফ মাহফিলের গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে বলেন যারা নিয়মিত এই গেয়ারভী শরীফ পালন করে ও অংশ গ্রহন করবে তাঁরা খুবই দ্রুতগতিতে দুনিয়া আখেরাতের নেয়ামত অর্জন করতে সক্ষম হবেন এবং আল্লাহ ও রাসুলের নৈকট্য লাভ করে আলোকিত জীবন গড়তে পারবেন। তিনি প্রত্যক মাসে চাঁদের ১০তারিখে গেয়ারভী শরীফে যোগদান করে ফায়দা হাছিল করার আহবান জানান।
তিনি আগামি ১৫ই জিলহজ্জ আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আয়োজনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার জুলুস ময়দানে আওলাদে রাসুল( দঃ) হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ কেবলা ওরশ মোবারকে যোগদান করে সফল করার ও আহবান জানান। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্বি কামনা করে মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ সমির উদ্দিন চিশতী। পরে সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।