বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে চকরিয়া কোরক বিদ্যাপীঠ শিক্ষকদের মতবিনিময় 

Messenger creation AB5CBE51 A4C6 4BF7 A742 FC9899356F15

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদের সাথে বৃহস্পতিবার রাতে পেকুয়া উপজেলা সদরস্থ জাতীয় এ নেতার বাসভবনে সাক্ষাত পরবর্তী মতবিনিময় করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ।চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের, সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাকের, সাবেক শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, বর্তমান শিক্ষক প্রতিনিধি আনছারুল করিম, মৌলানা আহমদ হোছাইন, মৌলানা নেছারুল হক, রনজিত কুমার দে ও ওবাইদুল হক।মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহ উদ্দিন আহমদকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের শিক্ষা প্রতিষ্ঠানের বিগত সময়ের  পরীক্ষার অভাবনীয় ফলাফল ও বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ