বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় রাউজানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

PIC RAOZAN JARMASTOMY 2

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান :রাউজানে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত সনাতন ধর্মালম্বিদের যুগ অবতার ভগবান শ্রকৃষ্ণের জম্ম তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশের প্রতিক। তিনি এদেশের সকল ধর্মবর্ণের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। এখন আমাদের শপথ নিতে হবে নৌকাকে আবারও বিজয়ী করতে।  তিনি এই অনুষ্ঠানে ভ্যাচ্যুয়ালী যোগদিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান। বুধবার (৬ সেপ্টেম্বর) পৌর এলাকায় বর্ণাঢ্য র‌্যালী ও ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে এই অনুষ্ঠান হয় রাউজান উপজেলা পরিষদের মাঠে। অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাুবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, ফারাজ করিম চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আর্শিবাদক ছিলেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ