ফেব্রুয়ারির একুশ

Minar

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

সরোয়ার রানা :

বাংলা আমার প্রাণের প্রিয়
মায়ের মুখের বুলি
সেই ভাষাকে পেতে সেদিন
চলল বুকে গুলি।
তাড়াতাড়ি করলো জারি
মুখে দিতে তালা
উর্দু হবে রাষ্ট্রভাষা
বুকে দারুণ জ্বালা।
প্রতিবাদে মুখর হলো
বাংলা মায়ের ছেলে
পাক-হায়েনা ক্ষিপ্ত হয়ে
পাঠায় তাদের জেলে।
রক্তের রাঙা পিচঢালা পথ
তবুও সামনে চলে
এক হয়ে সব বীর বাঙালি
নামলো দলে দলে।
কেমন করে একটি জাতি
বাঁচবে ভাষা ছাড়া
অবশেষে প্রাণের দাবি
মেনে নিলো তারা।
এমন করে অমর হলো
শহীদ হলেন যারা
ফেব্রুয়ারির একুশ তারিখ
এখন দেয় নাড়া।

লেখক ও ছড়াকার : সরওয়ার রানা,রাউজান, চট্টগ্রাম।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises