চট্টলা ডেস্ক : ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর মানবাধিকার লঙ্ঘনকারী অবৈধ ইসরাঈলির বর্বরোচিত হামলার প্রতিবাদে সূফিবাদী ও অরাজনৈতিক সংগঠন “শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ” এর ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ মানববন্ধন চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ২০ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় মাওলানা মুনিরুল মান্নান আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্জাদা আলহাজ্ব আতিকুল মিল্লাত আল-কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন আল-মালেকী। বক্তব্য রাখেন, রেজাউল হক গোফরান, মহিউদ্দীন ছগির, ফয়েজুল হক, বোরহান উদ্দীন আল-মালেকী, জিয়াউল হক মালেকী, জানে আলম জনি, হেলাল উদ্দীন, নাছির খান, হাসান। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন, অবৈধ ইসলাঈলি শক্তি তার মিত্র দেশ সমূহের সমন্বিত শক্তি সঞ্চার করে ফিলিস্তিনের নিরহ জনগণের উপর বর্বরোচিত ও নৃশংস হামলা অব্যাহত রেখেছে। এ হামলা, হামাস ও গাজার স্থল ও আকাশ পথে এখনো চলমান রেখেছে। তাদের হামলা থেকে ছোট্ট শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছেনা। এমনকি হাসপাতালেও তারা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। এ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ফিলিস্তিনের জনপদ। খাদ্য, পানি ও চিকিৎসা সেবার সংকটে পড়েছে হাজারো ফিলিস্তিন নাগরিক। এ সমস্যা নিরসনের জন্য রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বহু দেশ এগিয়ে আসলেও যুক্তরাষ্ট্র সহ নানান দেশ এ মানবতা বিরোধীদের নিরঙ্কুশ সমর্থন জানিয়ে সামরিক শক্তি ও অর্থের জোগান দিয়ে যাচ্ছে। যার ফলে এ সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এমনকি জাতিসংঘ ও এ সহিংসতাকে গোপনে মদদ দিচ্ছে। ইহুদীদের মূল উদ্দেশ হচ্ছে, পৃথিবী থেকে মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। ইতিপূর্বে তারা ইরাক, লেবানন, মিশর, বার্মার আরকান প্রদেশ এবং ভারতের কাশ্মির সহ নানান জায়গায় মুসলমানদের পাখির মত গুলি করে হত্যা করেছে। লাখ লাখ মানুষকে বাস্তুহারা করেছে। আজকের কর্মসূচি থেকে বাংলাদেশে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে দ্যর্থহীনভাবে যুক্তরাষ্ট্র জানিয়ে দিতে চাই, এ হামলা দ্রুত বন্ধের উদ্যোগ নিন। অন্যথায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সমূহ বড় ধরণের সমস্যায় পতিত হবে। এমনকি এ ঘটনার সূত্রধরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতও ঘটতে পারে।
সম্পর্কিত
রাউজান পৌরসভা এখন স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি–মেয়র পারভেজ
পড়া হয়েছেঃ ৬০১ এম কামাল উদ্দিন : চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভা এখন স্মার্ট বাংলা…
স্বৈরাচারের মতো আচরণ বিএনপি করবেনা – গোলাম আকবর
পড়া হয়েছেঃ ৪৮ নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেছেন, সন্ত্রাসী দল আওয়ামী লীগের…
ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকা হাটহাজারীর ধলইতে অগ্নিকান্ডঃ চার পরিবার নিঃস্ব
পড়া হয়েছেঃ ৪৭২ হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীর ধলই ইউনিয়নের পূর্ব ধলই গ্রামে ৯ জুলাই রবিবার দিবাগত রাতে অগ্নিকান্ড সংঘটিত হয়। ইউনিয়নের…