ফটিকছড়ি রোসাংগিরী প্রাথমিক বিদ্যালয়ে রাতের বাতি জ্বলে দিনে : পতাকা উড়ে রাতে

received 630351906091236 scaled

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি রোসাংগিরী ইউনিয়নের শীলেরহাট সংলগ্ন শতবর্ষী একটি শিশুতোষ বিদ্যা নিকেতন। অথচ শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনেও বিদ্যালয়টির বারান্দায়  জ্বালানো থাকে বৈদ্যুতিক বাতি। দিন গড়িয়ে রাতেও উড়তে থাকে জাতীয় পতাকা। এ চিত্র এক দিনের নয়। এটি যেন স্কুলটির নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে যে পতাকা উঠানো হয় সেটি স্কুল ছুটির পব নামানো হয় না। উড্ডয়মান পতাকাটি শুক্র শনিবার বরাবরই দন্ডায়মান থেকে যায়। ১০ জানুয়ারি শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় গৃহের সামনে টাংগানো রয়েছে জাতীয় পতাকা। এ সময় বারান্দার দুই পাশে জ্বলছে দুটি বৈদ্যুতিক বাল্ব। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান এরকম ঘটনা প্রায় সময় ঘটে থাকে। প্রধান শিক্ষক কুলছুমা বেগমের বলেন, এটি একটি অনবিপ্রেত ঘটনা। বিদ্যালয়ের দপ্তরী হয়তো ভুলে গিয়ে কাজটি করতে পারেনি। আশা করি ভবিষ্যতে এমনটা আর হবে না। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর মন্তব্য জানতে তার মুঠো ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যয়নি। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises