ফটিকছড়িতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

received 1637701363467237

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়িতে শুরু হয়েছে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ। শনিবার( ৮জুন) থেকে ভূমি কার্যালয়সমূহের বুথে নাগরিকদের বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলার সব ভূমি কার্যালয়ে এ সেবা কার্যক্রম এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। জমি নিবন্ধন, নামজারি, রসিদ, খাজনাসহ অনেক কাজই করা যাচ্ছে ঘরে বসেই। ভূমি অফিস সূত্রে জানা যায়, মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন ভূমি উন্নয়ন কর দিতে। এই জন্য বর্তমানে অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুপশ্রী নাথ বলেন, ‘সকল কাজ ডিজিটাল থেকে স্মার্টে রূপান্তরিত হয়েছে। আগে খাজনা দাখিল-খারিজ করতে অনেক ভোগান্তিতে পড়তে হতো। এখন আর কোন ভোগান্তিতে পড়তে হয়না। স্মার্ট সেবার মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে। হয়রানি, ভোগান্তি ও দুর্নীতি বন্ধে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, আমাদের লক্ষ্য ভূমি কার্যালয়ে মানুষের যাতায়াত কমানো। ঘরে বসেই যেন সেবা পায় সে ব্যবস্থা করা। এছাড়া লোকজনের হয়রানী বন্ধে উদ্যোগ নেওয়া। এখন থেকে আরো স্মার্ট হবে ভূমি কার্যালয়ের সকল সেবা।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সব মানুষ কোনো না কোনো ভাবে ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত। এই খাত উন্নত করতে আধুনিকায়নের বিকল্প নেই। তাই ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে ভূমি-সংক্রান্ত সব কাজ এর আওতায় এসেছে। এতে নাগরিক সুবিধা পাচ্ছেন।’

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ