নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়িতে সুপারী প্রক্রিয়াকরণের ট্যাঙ্কে নেমে বিষক্রিয়ায় মো. শফি ও শহীদুল্লাহ নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থার বেগতিক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সবাইকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুহিন দাশ শুভ্র। আহত আরোও ৩ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নিজেদের বসত ঘরের পাশে ৭-৮ ফুটের একটি পাকা সেফটি ট্যাঙ্কে কয়েক মাস পূর্বে কাঁচা সুপারি রাখা হয়েছিল। শুক্রবার সকালে ঢাকনা খুলে ট্যাঙ্কটি পরিষ্কার করতে গেলে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এতে পরিবারের ৩ সদস্যসহ ৫জন আহত হয়।
হাসপাতাল সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবদ্ধ ট্যাঙ্কে সুপারীগুলো পচে সেখানে মিথেন গ্যাস তৈরী হয়। মিথেন গ্যাসের কারনে ট্যাঙ্কের পাশে থাকা অধিকাংশ লোক অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে যে দুইজন ভিতরে প্রবেশ করেছে তাদের মৃত্যু ঘটেছে।