নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়িতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া ফটিকছড়ি উপজেলা প্রসাশনের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক শোক র্যালি করা করা হয়। শহীদ শফিকুন নুর মওলা( বীরপ্রতীক) গণ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান, সাংসদ ও ওয়াকফ বিষয়ক সংসদীয় উপ কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, অ্যাড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, পৌর মেয়র মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন ও এ কে এম জাহেদ চৌধুরী, অফিসার ইনচার্জ মীর নুরুল হুদা ও হেলাল উদ্দিন ফারুকী, প্রকৌশলী তন্ময় নাথ, কৃষি অফিসার হাসানুজ্জামানসহ অনেকে।