ফটিকছড়িতে মৌসুমী ফলে বরের গাড়ি সাজ

received 783766133943120

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক ফটিকছড়ি: ফটিকছড়িতে ফুলের পরিবর্তে মৌসুমী ফল দিয়ে সাজানো গাড়িতে বিয়ে করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন মোহাম্মদ মামুন নামে এক বর। আম, কাঁঠাল, লিচু, আনারসের মতো দেশীয় ফলমুলের সজ্জায় গাড়ি করে বউ এনে আলোচনার জন্ম দেন তিনি। ৭ জুন (শুক্রবার) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে ব্যতিক্রমী এমন দৃশ্যের দেখা মেলে। ফলমূল দিয়ে বিয়ের গাড়ি সাজানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ভাইরাল হলে, তা একনজর দেখতে উৎসুক জনতা বরের বাড়িতে ভীড় জমায়। জানা গেছে, ফল দিয়ে বিয়ের গাড়ি সাজানোর দায়িত্ব পান স্থানীয় নুর কলি ইভেন্টস ম্যানেজ মেন্টস নামে একটি প্রতিষ্ঠান। জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বর পক্ষ থেকে বলা হয়েছিল গাড়ি সাজানোর ক্ষেত্রে ভিন্ন ধারা অনুসরণ করতে। কয়েকদিন পূর্বে বরের বড় ভাইসহ বসে চিন্তা করে দেখলাম এখন গ্রীষ্মকাল। বাজারে দেশীয় ফলের সমারোহ। ফুলের পরিবর্তে ফলমুল দিয়ে সাজালে কেমন হয়। যেই চিন্তা সেই কাজ। এ বিষয়ে বর মামুনের মন্তব্য জানতে চাইলে বলেন, বিয়ের দিন সকাল বেলা যখন আনারস, লিচু দিয়ে কারটি সাজানোর কাজ চলছিল তখন অনেকে তীর্যক মন্তব্য করেছিল। তবে সাজানোর পর এতবেশী ভাইরাল হবো, সাধুবাদ পাবো, চিন্তা করি নাই। ব্যতিক্রমী সাজের গাড়িতে করে বউ আনতে পেরে খুব ভাল লাগছে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises