ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

image downloader 1692796398355

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে তুমুর(৯) ও ওয়াজিহা(৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে বখ্তপুর ইউনিয়নের হিরাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুইটি ওই এলাকার মৃত নুরুল আজমের মেয়ে তাবাসসুম আলম তুমুর ও জাহানপুর এলাকার মোঃ নাছিরের মেয়ে ওয়াজিহা।স্থানীয় ইউপি সদস্য মো. মোবারক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ দিন আগে তাবাসসুমের বাবা আজম ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তাদের বাড়িতে চল্লিশার(জিয়াফত) অনুষ্ঠান চলছিল। দুপুরে তাবাসসুম ও তার আত্মীয় ওয়াজিহাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, ‘পুকুরের পানিতে পড়ে যাওয়া একজনকে মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। শুনেছি আরেকজনকে অন্য মেডিকেলে নেয়া হয়েছে।’

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ