এম কামাল উদ্দিন: প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হলো সনাতন ধর্মীয় প্রধান উৎসব শারদীয়া দূর্গাপুজা। চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ২শত ৩৩ টি পূজা মন্ডপে দুর্গোৎসব পালিত হয়। দুর্গাৎসব চলাকালে রাউজানের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে ঝড় বৃষ্টি অপেক্ষা করে সনাতন ধর্মীয় অনুসারীরা ট্রাক ও জীপ যোগে প্রতিমা নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ঢেউয়া পাড়া অপরাজিতা আশ্রম মাঠে ও দক্ষিনে রাউজান কাপ্তাই সড়কের পাশে গঙ্গা মন্দির মাঠে জমায়েত হয়। ঢেউয়া পাড়া অপরাজিতা আশ্রম মাঠে অনুষ্টিত সমাবেশে রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে”র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভুমি) রিদোয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, কাউন্সিলর আলহাজ¦ বশির উদ্দিন খান,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, চেয়ারম্যান বি,এম জসিম উদ্দিন হিরু, বিরন্দ্র লাল চৌধুরী, দিলীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি অশোক পালিত, উজ্জল কান্তি দাশ, অনুপ চক্রবর্তী, ধীলন মুহুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, যুবলীগ নেতা আবু সালেক, দিপলু দে দিপু, সদস্য প্রভাস চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, বাসু পালিত প্রমূখ । অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে বিগত আড়াই যুগ ধরে সনাতন ধর্মাবলম্বিরা স্বাধীন ভাবে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবসহ সকল ধরণের ধর্মকর্ম করতে পাচ্ছেন। আগামীতেও এই সরকারের ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে আমাদেরকে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সম্পর্কিত
আশীষ বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
পড়া হয়েছেঃ ৩৮৯ সঞ্চয় বড়ুয়া : আশীষ বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে আশীষ বড়ুয়ার ২০ তম মৃত্যু বাষিকী উপলক্ষে গরীব ও…
শেখ রাসেল বেঁচে থাকলে কর্মের মাধ্যমে বাঙালি জাতির ইতিহাসে উজ্জল অবদান রাখতেন
পড়া হয়েছেঃ ৫২৮ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের হারপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি…
রাউজানের উত্তর সর্তায় জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ অনুষ্টিত
পড়া হয়েছেঃ ৪৩৭ নিজস্ব প্রতিবেদক, রাউজান : বিশ্ব অলী শাহান মাহ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯৫ তম খোশরোজ শরীফ উপলক্ষে মাইজ…