নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের পূর্ব গুজরায় পবিত্র শোহাদায়ে কারবালা`র স্মরণে ও গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আউলাদে রাসূল (দঃ) গাউসে জামান হাফেজক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ) এর সালানা ওরশ মোবারক ও সংবর্ধনা অনুষ্ঠান কমর আলী বেগ জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। ৫ জুলাই শুক্রবার রাতে সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ছাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দীন আহমেদ। সংগঠনের সহ-সভাপতি হাফেজ আবদুল কাদের ও জয়নাল আবেদীন জাবেদের যৌথ সঞ্চালনায় উদ্ভোধক ছিলেন মাওলানা হারুনুর রশিদ নঈমী,বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবু বক্কর সওদাগর,মুহাম্মদ হানিফ, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন মাহমুদ,ইউপি সদস্য মুহাম্মদ খালেক,ইব্রাহিম খলিল,ছাত্রনেতা আমান উল্লাহ্ আমান,প্রবাসী মুহাম্মদ খালেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব করোনাকালীন ও মানবিক টিমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোসাহেব উদ্দীন বখতেয়ার,বিশেষ আলোচক ছিলেন আলহাজ্ব একেএম জাহাঙ্গীর আলম মেম্বার, মুহাম্মদ বেলাল উদ্দীন, ফিরোজুল আলম চৌধুরী,নওশাদ হোসাইন,তসলিম উদ্দীন, সালা উদ্দিন আহমেদ,মোহাম্মদ আলী, রায়হান উদ্দীন আহমেদ, নুরুল আমিন। প্রধান ওয়ায়েজিন ছিলেন হযরত আল্লামা সেকান্দর হোসাইন আল কাদেরী, বিশেষ ওয়ায়েজিন ছিলেন অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল কাদেরী,মাওলানা হাবিবুর রহমান আনসারি, মাওলানা আমিনুল ইসলাম কাউসার। অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথি ছিলেন প্রবাসী আবুল ফজল ফরিদ,মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নুর মোহাম্মদ, হাজী ইব্রাহীম, সাহেদুল আলম,প্রবাসী এসকান্দর আলম, গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আরব আলী,সেলিম উদ্দীন,আয়ুব আলী, মোহাম্মদ আবছার,এনামুল হক মুন্না, আলমগীর, সেকান্দর আলম,সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন, পারভেজ, রেজাউল করিম, মাওলানা হাফেজ মামুন,মাওলানা আবুল কালাম, মাওলানা শওকত,সাংবাদিক মুহাম্মদ মাসুদ,মাওলানা নুরউদ্দীন,মাওলানা আরাফাত, জাবেদ আলী, মুহাম্মদ ইয়াছিন,আরাফাত, মুহাম্মদ জাহেদ,খোরশেদ,আশিক, রেজভী,ফাহিম,মোশারফ,তুহিন,আকিব প্রমুখ।