নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান হামজারপাড়া ঈদে মিলাদন্নবী (সাঃ) যৌথ উদযাপন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ২ দিন ব্যাপী মাহফিল গত ২১ সেপ্টেম্বর শনিবার হামজার পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উদযাপন পরিষদের সভাপতি জাগির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন— চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার সি: মুদারিছ মৌলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন চন্দগাওস্থ নজিরীয়া নঈমীয়া মাহমুদিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইসলাম নগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আশেক বিন আবদুল আজীজ। বিশেষ আলোচক ছিলেন হামজার পাড়া কেন্দীয় জামে মসজিদের খতীব মাওলানা সৈয়দ মুহাম্মদ শিহাব উদ্দীন সুলতানী। মাহফিলে আরো অথিতি ছিলেন— মৌলানা বেলাল উদ্দীন, হাজী এ. কে. এম. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বেলাল উদ্দীন, হাজী মাহাবুল আলম, এ. কে. এম. শাহজান ইসলাম, মোহাম্মদ সেকান্দর আলী জয়নাল আবেদীন জাবেদ, নুরুল আমীন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, সৈয়দ কামাল, নেছার আহমেদ, আবদুল করিম, আবুল কাশেম ফয়সাল, আজিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ ফয়সাল।