নিজ উপজেলায় সংম্বর্ধিত হলেন এফবিসিসিআই  সভাপতি মাহবুবুল আলম তালুকদার

Mp news pic 24.10

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম তালুকদারকে দেয়া সংর্ম্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে  এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজান হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জনপদ, বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে এঅঞ্চলের বেকার সমস্যা সমাধানে বিসিক শিল্প এলাকা গড়ে তোলা হচ্ছে, ব্যবসা বানিজ্য  সম্প্রসারণে চুয়েট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। একাজের জন্য আট কোটি টাকা কনসালটেন্সি ফি দেয়া হয়েছে। কাপ্তাই সড়ক পথ প্রসস্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রশিক্ষিত জনবল তৈরীতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান,সড়ক পথে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে নির্মান করা হয়েছে ট্রমা সেন্টার।  তিনি বিসিক শিল্প এলাকা, রেল লাইন সম্প্রসারণ প্রকল্প কাজ যাতে দ্রুত বস্তবায়ন করা ও শিল্পোদ্যোক্তাদের  আগ্রহী করে তুলতে বন্ধু সংবর্ধিত অতিথিকে ভুমিকা রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যের আগে সংবর্ধিত অতিথি এফবিসিসিআই  সভাপতি তার বক্তব্যের সূচনাতে বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি পদের আমার এই অর্জন আমি রাউজানবাসীর প্রতি উৎসর্গ করলাম। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে বলেন, আমার বন্ধু রাউজান থেকে পঞ্চম বারের মত সংসদ সদস্য হলে আমার হাত আরো শক্তিশালী হবে। রাউজানের উন্নয়ন, সমৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে  বলেন এই উপজেলা এখন শান্তির জনপদ, রাউজানের রাস্তাঘাট দিয়ে যাওয়া আসার সময় আমার মনে হয় যেন আমি উন্নত বিশ্বের রাস্তা দিয়ে যাচ্ছি,  এসব অর্জন এমপি ফজলে করিম চৌধুরীর হাত ধরে হয়েছে। কাপ্তাই সড়ক পাশ জুড়ে থাকা দক্ষিণ রাউজানকে শিল্প,কারখানা প্রতিষ্ঠার উপযোগি উল্লেখ করে বলেন সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মত সবধরনে সুযোগ সুবিধা রয়েছে, শুধু সড়কটি বড় করতে হবে।  বিসিক শিল্প নগর ও কাপ্তাই সড়ক পথ ও রেল লাইন সম্প্রসারণের জন্য নিজের অবস্থান থেকে কাজ করবেন বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। ২৪ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সংম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন  পৌরসভার মেয়র উপজেলার যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান আব্দর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু।ভুপেশ বড়ুয়া, আব্বাস উদ্দীন আহমেদ,  রোকন উদ্দিন, বাবুল মিয়া, বিরন্দ্র লাল চৌধুরী, নেজাম উদ্দিন চৌধুরী প্রমূখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ