নারায়ণহাট কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে তিন দিনের আল্টিমেটাম

received 1151905019206448

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল আলমের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পদত্যাগ করতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার(১৫ আগষ্ট) ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ তৌহিদুল আলম বিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন। শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগ দিতে ও মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করেছেন। গরিব শিক্ষার্থীদের হয়রানিসহ শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ পেয়ে তা গুরুত্বের সাথে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। এদিকে রুপা নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর অভিযোগ করে বলেন, অধ্যক্ষ তৌহিদুল আলম বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের নানা হয়রানী করতেন। অধ্যক্ষের সহযোগিতায় শারীরিক শিক্ষার শিক্ষক মাহাবুবুল আলম মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানী করতেন। শিক্ষার্থীদের মুখের মাস্ক টেনে খুলে ফেলতেন এবং হিজাব নিয়ে নানা কটুক্তি করতেন। এদিকে অধ্যক্ষ তৌহিদুল আলম সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তিনি কখনো কাউকে ছাত্রলীগে যোগ দিতে বলেননি এবং একটি মহল তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ