রতন বড়ুয়া, চট্টগ্রাম: মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা, করি তাল-বাহানা, করি নানা ছলনা, গানের এই লাইন টি তুমুল জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস এর দুষ্টু ছেলের দল এলবামের। ব্যান্ড তারকা জেমস কে ভালোবেসে ২০১০ সাল থেকে পরিচালিত হচ্ছে ভক্তদের গ্রুপ গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”।
এক যুগ পূর্তি উপলক্ষে এই গ্রুপের পক্ষ থেকে এবার আয়োজন করা হয়েছে আনপ্লাগড কনসার্ট। বিশেষ এই আয়োজনের বিষয়ে কথা হয় গ্রুপের সদস্যরা বলেন,
অনেকের বিশেষ অনুরোধে ২০১০ সাল হতে পরিচালিত আমাদের সকলের প্রিয় গ্রুপ গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”এর ১২ বছর অর্থাৎ ১ যুগ পূর্তি উপলক্ষে আমাদের সকলের অতি পরিচিত কিছু গুরু ভক্তদের নিয়ে পুরান ঢাকার চাঁনখারপুলে একটি আনপ্লাগড কনসার্টের পরিকল্পনা করেছি।
গ্রুপের সদস্য চট্টগ্রামের অঞ্জন বলেন পরিচিত অনেক ভাই-ব্রাদার আছে যারা গুরুর গান কভার করার ভালোই চেষ্টা করে। এই রকম কিছু প্রতিভাবান শিল্পীদের নিয়ে আমরা ২টি শো করার চেষ্টা করবো, প্রথমটা ঢাকায় অবস্থান করছেন তাদের নিয়ে যেমন, আদনান আসিফ, তানিম মাহমুদ, আশিক হোসাইন, সম্রাট গালিব শাই, সহ অন্যান্যদের নিয়ে। আর দ্বিতীয়টা হবে ঢাকার বাইরের দুষ্টুদের নিয়ে যেমন জেমস অনিক, মোহাম্মদ মামুন মিয়া, জেমস জানিব সহ কিছু দুষ্টুদের নিয়ে! তারই ধারাবাহিকতায় পুরান ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দুষ্টু ছেলের দলের যুগোপুর্তি উৎসব।
যে উৎসবে চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্ত থেকে গুরু জেমস ভক্তরা উপস্থিত হয়েছেন।শুক্রবার চার আগস্ট বিকেল পাঁচটায় শুরু হয় আনুষ্ঠানিকতা। একে একে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করে জেমস ভক্তরা। রাত নটায় শুরু হয় কনসার্ট। শিল্পীরা গুরু জেমসের বিভিন্ন গান পরিবেশন করেন।
এই যুগপূর্তি উৎসব যেন মিলন মেলায় পরিণত হয়। দুষ্টু ছেলের দলের শিল্পীরা একে একে গুরু জেমসের সারা জাগানো গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে তোলেন।
এরপর রাত দশটায় ডিনারের আয়োজন করা হয়।