এম কামাল উদ্দিন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন রাউজান থেকে চার বার নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দুপুরে জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন দে।দলীয় ফরম সংগ্রহ ও জমাদান কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, লায়ন আরিফ উদ্দিন সাহাবু, ছৈয়দ আবদুর জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, পৌর কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত, এড. দিলীপ কুমার চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুমন দে।
জানা যায়, ১৯৯৬ সালে এবিএম ফজলে করিম চৌধুরী প্রথম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। সেই নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো দলের মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকে সংসদ সসদ্য নির্বাচিত হন। এরপর দলীয় প্রধান শেখ হাসিনা টানা মনোনয়ন দিলে তিনি একাদশ জাতীয় সংসদে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ষষ্ঠ বারের মতো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে আবারো ফরম জমা দিয়েছেন মনোনয়ন বোর্ডের কাছে।উল্লেখ, ফজলে করিম চৌধুরী দায়িত্ব পালন করেছেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে। বর্তমানে রেল পথ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নৌ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে।