দীর্ঘ ছয়বছর পর নোয়াপাড়ায় নতুনরুপে ফুলকলি শাখার উদ্বোধন

IMG 20240926 225427

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : দীর্ঘ কয়বছর পর চট্টগ্রাম রাউজান নোয়াপাড়ায় নতুন রুপে, নতুন সাজে, নান্দনিক, দৃষ্টিনন্দন ও মনোরম পরিবেশে ফুলকলি শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াপাড়ার ভারতশ্বরী প্লাজায় ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে ফুলকলি শুভ শো-রুমের করেন ফেডারেশন অব রাশিয়ার অনারারী কনসাল্ট আশিক এমরান। ফুলকলি নোয়াপাড়া শোরুমের পরিচালক হাজী মোহাম্মদ শফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলকলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম মুহাম্মদ এম এ ছবুর। ফুলকলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আবদুল মালেক সিকদার, রাউজান প্রেসক্লাবের আহবায়ক মীর মোহাম্মদ আসলাম। এসময় প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব আবু বক্কর সওদাগর,শফিকুল ইসলাম মনু,মনজুরুল আলম,মুহাম্মদ ওসমানসহ ফুলকলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা ও নোয়াপাড়ার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় ফুলকলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম মুহাম্মদ এম এ ছবুর বলেন, ফুলকলির ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছাড়াও এই শাখায় রয়েছে স্নেক্স, চিকেন বার্গার, সেন্ডউইচ, গাজর সেন্ডউইচ, মাওয়া ফিরনি সহ সুস্বাদু ফাস্ট ফুড। আমরা গুনগত মানে বিশ্বাসী আমাদের প্রতিটি শাখাতে সততার নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালানা করে যাচ্ছি। ফুলকলি নোয়াপাড়া শাখার পরিচালক হাজী মোহাম্মদ শফি উদ্বোধন অনুষ্ঠানে আগত উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ