দক্ষিণ রাউজান মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

IMG 20240823 225427

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : দক্ষিণ রাউজানের শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির মিলায়তনে  অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট শুক্রবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডাঃ অমেলেন্দু মহাজন। বিএনপির এই মতবিনিময় প্রধান প্রতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জানে আলম। এই তিনি সময় বলেন, আমরা হিন্দু -মুসলিম ভাই ভাই, এখানে দলমত নির্বিশেষে আপনারা আগেরমত আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। এলাকায় শান্তি নিশ্চিত করতে আমিসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবে। গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সুজন দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাগোয়ান ইউনিয়ন  যুব দল নেতা আরফাত হোসেন  মামুন,পাহাড়তলি ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান জনি, বাগোয়ান যুবদলের আহবায়ক মুহাম্মদ আকবর হোসেন, বিএনপি নেতা তসলিম উদ্দিন,মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সদস্য ধনা মালাকার,সনজিত বৈদ্য পিন্ট,অরুণ মহাজন,খোকন চন্দ্র সেন,সমীর মালাকার,সুমন মালাকার,টিটু মহাজন,রিটন মহাজন,রিষিকেশ ঘোষ,সাধণ শীল,অসীম দাশ প্রমুখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ