

নিজস্ব প্রতিবেদক,রাউজান: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত করতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দেশ স্বৈরাচারমুক্ত হলেও তাদের দোসররা এখনো দেশে ঘাপটি মেরে বসে দেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই রাউজান বাসীসহ সকল নেতাকর্মীদের সজাক থাকার আহবান জানান ।২৮ ডিসেম্বর শনিবার বিকেলে চট্টগ্রামের রাউজানের ১৪নং বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট সুইচ গেইটস্থ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে একহাজার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৪নং বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ,আলহাজ¦ জসিম উদ্দিন,বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার,আবদুল হাকিম চৌধুরী,ইসহাক, হানিফ মেম্বার, হাশেম, মোজাহের আলম, মাসুদ আলম, ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, এডভোকেট তাজুল ইসলাম, জানে আলম, সেলিম উদ্দিন, শফিকুল আজম মানিক, মোমিন, রোকসান, মুসা খান,আব্দুর শুক্কুর, এডভোকেট মফিজ উদ্দিন, ইয়াকুব,তছলিম উদ্দিন, আব্দুর শুক্কুর, ছোটন আজম, জাহেদ, মুরাদ, নেজাম, নুর মোহাম্মদ, রফিক, উমর ফারুক, হাসান, পারভেজ ,কামাল, এডভোকেট সাজ্জাদ, টিটু,রনি, সাজু,মীর আহম্মদ,তারেক প্রমূখ।
