ঢাকা সোনারগাঁও হোটেলের সাবেক কর্মকর্তা সুবল মজুমদারের মৃত্যু: বিভিন্ন মহলের শোক

Messenger creation 3C8A22D5 0CEF 44B1 850C 4C07622BBD0F

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

প্রদীপ শীল,রাউজান : ঢাকা সোনারগাঁও হোটেলের সাবেক কর্মকর্তা রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের উপদেষ্টা সুবল মজুমদার (৭৪) পরলোক গমন করছেন। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। সমাজ সেবক সুবল মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে ও উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, সমাজ সেবক নেপাল কৃষ্ণ শীল, কাজল বোস, চন্দন শীল, সমীর শীল, অশোক পালিত, বিজন চৌধুরী, বিমল শীল, পরিতোষ মালাকার, স্বপন সেন, কাঞ্চন সেন, দিবাকর বোস, সনজিত মজুমদার, নিউটন চৌধুরী, অমিত সেন সহ নেতৃবৃন্দরা বলেন, প্রয়াত সুবল মজুমদার সমাজের একজন সর্জন সমাজ সেবক ছিলেন। লোভ লালসা কোন সময় স্পর্শ করতে পারে নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিবেদিত প্রাণ পুরুষ হিসাবে কাজ করেছেন। এ সর্জন ব্যক্তির অকাল মৃত্যু দেশ ও সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দরা প্রয়াতে বিদেহী আত্মা শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপরদিকে প্রয়াত সুবল মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সাংবাদিক প্রদীপ শীল।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ