জাতীয় শোক দিবসে ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবির মাঝে রাউজান পৌরসভার নগদ অর্থ,ছাতা বিতরণ

4f1f bb55 e15e0e562ac3

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন:  রাউজান পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে উপহার, খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাউজান পৌরসভার উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। কউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর কাজী ইকবাল, এড. সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, শওকত হাসান, এড. দিলীপ কুমার চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা প্রমুখ। এসময় প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে ভেঙ্গে দিতে ছেয়েছিল। বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ