ছোলাই মদসহ ট্রাক আটক করেন রাউজান থানা পুলিশ

IMG 20230711 231712

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান থানা পুলিশের তল্লাশী চৌকি দেখে এক হাজার ৪০ লিটার ছোলাই মদবাহী ট্রাক (নারায়ন গঞ্জ ট-১১-০০৯৩) ফেলে পালিয়ে গেল পাচারকারীরা। ট্রাকটি রাঙামাটির হতে শহরমুখি ছিল। রাউজান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ১০ জুলাই সোমবার গভীর রাতে গাড়িটি রাউজান পৌর সদরের জলিল নগর পার হয়ে শহরের দিকে যাচ্ছিল।

পথে থানা পুলিশের তল্লাশী চৌকি দেখে চালকসহ পাচারকারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লশী করে প্লাষ্টিকের বস্তা ভর্তি অবস্থায় এক হাজার ৪০ লিটার ছোলাইমদসহ ট্রাকটি জব্দ করে। এর আগে এদিন সন্ধ্যায় থানা পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ডে বিসিক শিল্পনগর এলাকার সামনে থেকে দুই ব্যক্তি এক শত ৫ লিটার মদসহ গ্রেফতার করে। এসময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-দ-১১-০০৪৮) আটক করে।

এই ঘটনায় আটককৃতরা চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বসবাসকারী কক্সবাজার সদর থানার ৬নং পৌর এলাকার আবদুল হাকিম বাড়ির মৃত আবদুল হাকিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. কামাল হোসেন (২৮) ও  ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউপির নুর নবীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন(৩৫)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এসব ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ