নিজস্ব প্রতিবেদক,হাটহাজারীঃ ছাত্ররা শুধু আমাদের কে অনুপ্রাণিত করেনি বরং আমাদের আশেপাশের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারসহ অনেক দেশকে আলোকিত করেছেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক এ আজম। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গোল মোহাম্মদ চৌধুরী বাড়িতে মা বাবার কবরে জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ মানুষ করবেই, এটার তার সহজাত অধিকার এবং সংবিধান প্রদত্ত অধিকার। বীর প্রতীক ফারুক এ আজম বলেন, আমরা এমন একটা সিস্টেম তৈরী করে দিয়ে যেতে চাই৷ এরপর আর যারাই আসুক তারা যেন আপনাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করতে না পারে । এই পুলিশ কে যেন না বলতে পারে মানুষকে টেকায়! ছাত্র আন্দোলন কে বন্দুকের নল দিয়ে টেকানো যাবে না। এটা একটা বড় ধরনের সুযোগ! এটাকে হারানো যাবে না। ১৯৭১ সালে হারিয়েছি এখনো হারাচ্ছি, এটাকে আর হারানো যাবে। ১৯৭১ সালে মোবাইল ও তথ্য প্রযুক্তি ছিলো না বলেই সেই ডকুমেন্টস সংরক্ষণ করা যায়নি। এবার এ আন্দোলন জন জীবনে ডকুমেন্টরী! এটা থেকে কারো নিষ্কৃতি নাই। সবাই দেখাবে এই দেখুন পুলিশ থানা ছেড়ে পালিয়েছে। কেউ তো বলতে পারবে না আমরা পালায়নি। ওরা আমাদের সন্তান। আমরা চাই তারা যেন মর্যাদার সাথে আমাদের পরিবারের থাকতে পারে। ছাত্ররা তো আমাদের পরিবার থেকে গেছেন ৷তিনি আরও বলেন, এই রাস্তার করুণ অবস্থা যা আপনারই দেখছেন৷ এই গ্রামের কোমলমতি শিশু কিশোর-কিশোরী শিক্ষার্থীরা ২/৩ কিলোমিটার দূরে গিয়ে পড়াশেনা করতে হয়। তাই এখানে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এটার কার্যক্রম ও সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ নিলে শুধু শিক্ষার সুযোগ হবে তা নয় এই ভবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদ, ইউএনও এবিএম মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহনাজ শাবরীন, মডেল থানার ওসি মনিরুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মানিক, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পিআইও নিয়াজ মোর্শেদ, উপদেষ্টার ছোট ভাই সায়েদ এ আজম সেলিম. রাশেদ এ আজম বেদার ,ফোরকান এ আজম পাপ্পু, ও ৫ বোন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা মো: ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: ফয়েজ আহমেদ, মুজিব, রোকন, ওমর ফারুক চৌধুরী জীবনসহ অনেকেই।