এম কামাল উদ্দিন : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে বৃহস্পতিবার ও শুক্রবার আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। দুইদিনব্যাপী কনফারেন্সে ৪টি কী-নোট স্পিস, ১৪টি ইনভাইটেড স্পিস ও ১৪টি টেকনিক্যাল সেশনে ১১২টি প্রবন্ধ গবেষক এবং ১টি পোস্টার সেশনে ৫৭টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন, ভারত, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ হতে পদার্থবিজ্ঞান বিষয়ের কয়েকশত শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের মিলনমেলা বসবে। উক্ত কনফারেন্সে পদার্থবিজ্ঞানের বিষয়ের পাশাপাশি বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে।এ উপলক্ষ্যে ৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় চুয়েটের পশ্চিম গ্যালারি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী।সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলামের ঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায়, টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, টেকনিক্যাল কমিটির সচিব অধ্যাপক ড. এইচ.এম.এ.আর. মারুফ, অর্থ কমিটির কোষাধক্ষ অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্তী, আয়োজক কমিটির যুগ্ন সচিব অধ্যাপক ড. নুসরাত জাহান, প্রভাষক মোঃ জাহিদ, সহকারী অধ্যাপক মিসেস আরজুমান আরা বেগম, হাসান, সহযোগী অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন, প্রভাষক মিসেস সিনথীয়া বিনতে খলিল এবং প্রভাষক মোঃ আব্দুর রহমান প্রমূখ। আগামী ৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর। এতে সভাপতিত্ব করবেন কনফারেন্স চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন কুমার রায়।
সম্পর্কিত
রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৩৩৫ এম কামাল উদ্দিন : মেয়েরা রং-বেরঙের শাড়ী, বাহারী সাজ আর মাথায় ফুলের খোঁপা, ছেলেদের পড়নে বিভিন্ন ডিজাইনের…
চুয়েটের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ : প্রকৌশল শিক্ষা ও গবেষণার শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ চুয়েট
পড়া হয়েছেঃ ৪৯২ মুহাম্মদ রাশেদুল ইসলাম:-দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষা ও গবেষণার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।…
চকরিয়া কোরক বিদ্যাপীঠের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন
পড়া হয়েছেঃ ৫০৬ নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত…