চট্টগ্রাম মেডিকেলে নবযাত্রা ফাউন্ডেশনের হুইল চেয়ার  প্রদান 

Messenger creation 73da33e9 2354 43b6 bc4c 2cb400fdd436

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : অসহায় মানুষের সেবাই হউক মানুষের মুল মন্ত্র তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম নবযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ২০ শে আগস্ট মঙ্গলবার  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুবিধাবঞ্চিত ও পক্ষাখাতগ্রস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন হুইল চেয়ার বিতরণ করে বলেন, বিতরণকৃত হুইল চেয়ার সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার করবে, সমৃদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে। এ সময় উপস্থিত ছিলেন নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব, সাংবাদিক মুহাম্মদ আবু মনছুর ও  সমাজসেবক শামিম মহিউদ্দিন চৌধুরী  আরো উপস্থিত ছিলেন রাজিব পাল ও হাসপাতালের ওয়ার্ড মাস্টারগণ। নবযাত্রা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ