নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন। ২২ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ৫টার সময় সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপ পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, চুয়েটের ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। কাপ্তাই সড়কে বাস সার্ভিস শাহ আমানত ওই বাসটি চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিল। পথে দ্রুত গতিতে আসা বাসটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল আরোহী দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। নিহত শান্ত সাহা পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। অপরজন তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের ছেলে।চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান আরও জানান, শান্ত সাহার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৌফিকের লাশ এভার কেয়ার হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, ‘শান্ত ও তৌফিক নামের চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
সম্পর্কিত
রাঙ্গুনিয়ায় দ্যা জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৩৬৬ নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও সমমনা ব্যক্তিদের দ্বারা পরিচালিত সংগঠন দ্যা জিনিয়াস…
কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
পড়া হয়েছেঃ ৫২৩ নিজস্ব সংবাদদাতা,কাপ্তাই :রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সোমবার…
চুয়েটের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ : প্রকৌশল শিক্ষা ও গবেষণার শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ চুয়েট
পড়া হয়েছেঃ ৪৯৪ মুহাম্মদ রাশেদুল ইসলাম:-দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষা ও গবেষণার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।…