নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) বিদ্যালয় প্রাঙ্গণে শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়।জন্মবার্ষিকী উপলক্ষে এইদিন সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। এরই আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শেখ কামালের দিবসের শুভ সূচনা করা হয়। পরে জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন ও সাংবাদিক এম. মনছুর আলম রানা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহার হোসাইন, আবুল বশর, শফিউল আলম, মোহাম্মদ সাকের, রনজিত কুমার দে, নুরুল মোস্তফা, আবু রায়হান, জাইদুল হক, ওবাইদুল হক, নুরুল ইসলাম, এহেছানুল করিম, সুজিত বডুয়াসহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। ১৯৭৫-এর ১৫ আগষ্ট ঘাতকেরা নির্মমভাবে শেখ কামালকে হত্যা করে ক্ষান্ত হয়নি। থেমে নেই তাদের ষড়যন্ত্র। একাত্তরের পরাজিত শত্রুরা এখনো সক্রিয় রয়েছে। শেখ কামাল এদেশের যুবকদের অন্যায় ও মাদকের গ্রাস থেকে দূরে সরাতে খেলা-ধুলায় সম্পৃক্ত রাখতে নিজ হাতে গড়ে তুলেছেন আবহানী ক্রীড়া চক্র ক্লাব। প্রসঙ্গত, ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে তিনি জাতির জনকের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।