নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় স্থানীয়রা মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মহসিন সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। সকালে মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহসিনের লাশ উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
সম্পর্কিত
চকরিয়ায় মহাসড়কে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ২, আহত-১০
পড়া হয়েছেঃ ৫৫৫ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে যাত্রীবাহি বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল…
চট্টগ্রাম নগর পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল রাউজানের বাদশা
পড়া হয়েছেঃ ৩৮০ নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রাম নগর রূপবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় ইট- বালি ওঠানোর সময় নিচে…
চকরিয়ায় দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু
পড়া হয়েছেঃ ৫৩৫ নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বরইতলী ইউনিয়নে টানা ভারি বর্ষণে পাহাড় ধসে দেয়াল চাপা পড়ে…