চকরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান : জরিমানা আদায়

received 1626117348253614

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : সরকার ঘোষিত নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে কাঁচা বাজারে বেশকিছু দোকানে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খুবই জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেন। এরই আলোকে জেলা প্রশাসনের নির্দেশনা মতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারেও ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে ও নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের চড়াও দাম নেয়ার অপরাধে বিভিন্ন তরিতরকারি এবং খুচরাসহ ৯টি দোকানদারকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, যেসব দোকানে এখনো পর্যন্ত পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়নি তাদেরকে নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ