এম কামাল উদ্দিন: রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র ও স্বাধীনতা বিরোধীদের ছড়ানো গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার জন্য প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ সব ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন। তিনি বলেন,সারা দেশে সরকার মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। রাউজানে আমরা পরিকল্পিত উন্নয়ন করে সারা দেশে মডেল উপজেলা হিসাবে পরিচিতি লাভ করেছি। নির্বাচনের আগে রাউজানের অনেক বড় প্রকল্প গুলোর কাজ শেষ হবে। তিনি ২ সেপ্টেম্বর শনিবার রাউজান পৌরসভায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও প্যানেল মেয়র-২ এড. সমীর দাশগুপ্ত এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহাজান ইকবাল, স্বপন দাশ গুপ্ত, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এড. সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, শওকত হাসান, জানে আলম জনি, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম, তছলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউসুফ খান, প্রমুখ। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, রাউজান পৌর এলাকাকে পরিকল্পিত নগরী করা হচ্ছে। আগামী অর্থ বছরে কোন সড়ক কাঁচা থাকবে না। জলবন্ধতা নিরসনে খাল খনন ও পানি নিস্কাসনের নালা সম্প্রসারণ করা হয়েছে। যানজট নিরসনে নতুন করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে ছয়টি। এছাড়া এক সাথে ১৬০ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বদলে যাবে পৌর এলাকার চিত্র।
সম্পর্কিত
দেশের অগ্রগতি-উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই-এমপি জাফর আলম
পড়া হয়েছেঃ ৪৩৪ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম বলেছেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির…
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে রাউজান আওয়ামী লীগের আনন্দ মিছিল
পড়া হয়েছেঃ ৪৭৪ এম কামাল উদ্দিন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে রাউজানে আনন্দ মিছিল করেছে উপজেলা…
রাউজানে ১ ঘন্টায় ৫ লাখ বৃক্ষ রোপন করা হবে : প্রস্তুতি সভায় ফজলে করিম এমপি
পড়া হয়েছেঃ ৫৯৭ নিজস্ব প্রতিবেদক : রাউজান : চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় আগামী ১৭ জুলাই…