গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখার স্বাগত জুলুস আগামীকাল বৃহস্পতিবার

IMG 20240904 WA00161

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

ডেস্ক নিউজ : পবিত্র রবিউল আউয়াল ( ঈদ- এ মিলাদুন্নবী (দ.) আগমনকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্বাগত জুলুস আগামীকাল বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) বিকাল ২টায় নোয়াপাড়া ব্রাহ্মণহাট হতে শুরু হয়ে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় হয়ে নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় গন জমায়েত। উক্ত স্বাগত জুলুসে রাউজান উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়ন ও ইউনিট শাখার নেতৃবৃন্দসহ সকল ধর্মপ্রাণ সুন্নী জনতার উপস্থিতির উদাত্ত আহবান জানান রাউজান উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ