এম বেলাল উদ্দিন রাউজান: রাউজান ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মানবতাবাদী অমায়েক ভাল চরিত্রের অধিকারী মোঃ মোরশেদুল হক চৌধুরী(৪২)এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। (২৯মে বুধবার) বাদ আসর পশ্চিম ডাবুয়া গণীপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্টিত হয়।মরহুম মোরশেদুল হক অল্প বয়সে সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। নিরলস কাজ করেছেন এলাকার জন্য। যেটি নামাজে জানাযায় হাজারো মানুষের অংশ গ্রহনেই প্রমান।সকলের সাথে মিষ্টি ভাষী ব্যবহারে মন জয় করেছেন শত শত মানুষের। যা জানাযার নামাজে স্বীকার করেন এলাকার চেয়ারম্যান নিজেই। মরহুম মোরশেদুল হক মহব্বতের পিতা,মাতা,স্ত্রী,ছোট ছোট ১ছেলে,২মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। বুধবার ভোর সকাল ৬টায় তিনি নিজ বাড়ীতে মারা যান মোরশেদ। দীর্ঘদিন ডায়াবেটিক ও কিডনী রোগে ভূগছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ও সমবেদনা জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী ও ৪ বারের উপজেলা চেয়ারম্যান একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল। শোক ও সমবেদনা জানান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আঃ লীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌঃ, লায়ন আলহাজ্ব এম সরোয়ার্দি সিকদার, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,আলহাজ্ব বিএম জসিম উদ্দিন হিরু,উপজেলা আওয়ামী লীগের জনসাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর,নির্বাহি সদস্য আলহাজ্ব মাহবুবুল আলম,ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দীন চৌধুরী সাহাবু,গাউছিয়া কমিটির পক্ষে আল্লামা এয়াছিন হোসাইন হায়দরী। নামাজে জানাযায় মরহুমের পিতা গাউছিয়া কমিটির ইউনিয়ন সভাপতি আজিজুল হক চৌঃ কেঁদে কেঁদে ছেলের পক্ষে সকলের নিকট ক্ষমা চান। তখন এক হ্নদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।তখন মররহুমের রেখে যাওয়া স্কুলের ৫ম শ্রেণীতে অধ্যায়নরত একমাত্র ছেলে সন্তানের ক্রন্দন দেখে উপজেলা চেয়ারম্যান সহ সামনের সারীর সকলেই কাঁদেন।