নিজস্ব সংবাদদাতা,কাপ্তাই :রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) সকালে কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলা প্রভাষক পলাশ মৃৎসুদ্দীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কর্ণফুলী সরকারী কলেজ অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন(ওসি), উপাধ্যক্ষ সিরাজ উদ্দীন,অধ্যাপক আজিমুদ্দিন, আনোয়ারুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামিয়া জাহান ঈষিতা,নিশামনি মারমা,সাজ্জাতুল ইসলাম সিফাত ও চশিংময়ং মারমা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাহী অফিসার মহিউদ্দিন পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। শেষে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।