নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলীর রাস্তার পাশ থেকে মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উপজেলার শিকলবাহা বেল্লাপাড়া ব্রীজের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন।
নিহত সাইফুল্লাহ আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেকোটা গ্রামের মো. হোছাইনের ছেলে।
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে তিনটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাস্তার পাশ থেকে লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর লোকটি মারা যায়।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি লোকটি মানসিক রোগী ছিল। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’