কর্ণফুলীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

received 1351109189151542

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক ,কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মো. রমজান আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ আগষ্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার খুইদ্দের টেক এইচটি কনভেনশন হলের সামনে এ দূঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। নিহত রমজান আলী আনোয়ারা গুয়াপঞ্চক দেয়াং বাজার এলাকার মোহাম্মদ সবুরের ছেলে। সে স্থানীয় কেপিজেড পোশাক কারখানায় চাকরি করেন বলে জানা গেছে। তার তিন বছরের একজন শিশু সন্তানও রয়েছে।

মামলার তদন্তকারী কর্ণফুলী থানার এসআই মো. সেকান্দর বলেন, ভিকটিম বৃষ্টির কারণে হয়তো মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি প্রথমে সিএনজির সাথে ধাক্কা লাগে পরে গাছের সাথেও ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

তিনি বলেন কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সকাল দশটার দিকে ভিকটিমের বাড়ি গুয়াপঞ্চক গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে সহকর্মী, বন্ধু ও স্বজন রমজান আলীকে হারিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ