ফটিকছড়ি প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাগরের পানিতে ডুবে ফটিকছড়ির দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে ওমানের মাস্কাট শহরের জেবল সিফা সাগরে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্বাস (২৬) ও আজাদ (১৯)। তারা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের পুত্র। জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত স্ব-পরিবারে ওমানের হামিরিয়ায় বসবাস করেন। রবিবার রাতে তারা দুই ভাইসহ ৫ বন্ধু মিলে মাস্কাট জেবল সিফা সাগরে বেড়াতে যান। সবাই মিলে সাগরে নামলে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন দুই ভাই। রাতে খোঁজাখুঁজির করে না পেলেও সোমবার সকালে ওমান রয়েল পুলিশের একটি টিম দুইজনের লাশ উদ্ধার করে। বর্তমান তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে, দুই সহোদরের মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।