

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৬৯ তম জন্মদিন উপলক্ষে রাউজান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি, এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরন, খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।সোমবার দুপুরে তারেক মান্নান হেফজখানায় আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ মোস্তফা। রাউজান ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ২য় প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাশ, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু, আওয়ামী লীগ নেতা হাবিবুল জাকারিয়া রাসেল,যুবলীগ নেতা এম মাসুদুল আলম, ইউপি সদস্য দিলিপ কুমার দে, নুর হোসেন দুলাল, খোরশেদ আলম, ফজল কাদের, ফরিদুল আলম চৌধুরী, তৈয়ব চৌধুরী, মোহাম্মদ জামাল, শফি বাবুল, রাজা মিয়া, মোহাম্মদ জাবেদ, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, হাফেজ মাওলানা ঈমনুদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, কোরবান আলী, মোহাম্মদ শাহেদ, রাকিব, জাফর, আব্দুল মোনাফ, আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দোয়া মাহফিলের আগে সাহেব বিবির সড়কের দু’পাশে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
