নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের উরকিরচরে পবিত্র শোহাদায়ে কারবালা`র স্মরণে ও গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আউলাদে রাসূল (দঃ) গাউসে জামান হাফেজক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ) এর সালানা ওরশ মোবারক ও দাওয়াতে খায়ের, ফ্রি চিকিৎসা ক্যাম্প বৈজ্জাখালী গেইট সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। ১২ জুলাই বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুল আলম শাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি অসিউর রহমান আলকাদেরী। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল করিম ও সাংগঠনিক সম্পাদক সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া র যৌথ সঞ্চালনায় উদ্ভোধক ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দঃ রাউজান শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর,সহ সভাপতি হাবিবুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক,অর্থ সম্পাদক ফিরোজ চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, শিক্ষা অনুরাগী আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল উলুম ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা আহমদ উল্লাহ খান ফোরকান,গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম কাদেরী। বিশেষ আলোচক ছিলেন আধার মানিক ইসলামিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব মাওলানা আলাউদ্দিন আলকাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাশেম মেম্বার ,তাজুল ইসলাম, এরশাদুল হক মুন্না,হায়দার শাহ,হাজী মুছা,আবছার সওদাগর,হাজী খুল্যা মিয়া,নজরুল ইসলাম,আজাদ মনির,মিজানুর রহমান,মনছুর আলম,ফরহাদ কাউসার, রোখন,মঈন উদ্দিন,মাওলানা তারেক আজিজ,মাওলানা সাজ্জাদুল ইসলাম,আবু বক্কর রাসেল,জিলানী, নাঈম,আরিফ, মুহাম্মদ জুবাইদুল ইসলাম, সুমন, সাকলাইন, সোলাইমান, তারেক,সিহাব,মনির সহ ইউনিয়ন শাখার আওতাধীন সকল ওয়ার্ড/ইউনিট শাখার সভাপতি ও সম্পাদকবৃন্দ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin