ঈদ এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে বেতাগী আনজুমানে রহমানিয়ার স্বাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Messenger creation EFD017EB 448A 48DF B79A BBCAA1E3D95F

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বেতাগী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ২য় বারের মত আয়োজিত ইসলামিক স্বাংস্কৃতিক প্রতিযোগিতা পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২ অক্টোবর”২৪ইং দুপুর ২টায় হতে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরীকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফশাহ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়নের প্রবীন শিক্ষক জনাব মাষ্টার আবুল কদর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগীতা উদযাপন পরিষদের আহবায়ক ও পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার ফারুক আহমেদ। প্রতিযোগিতার সদস্য সচিব মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নূরী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহসভাপতি শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান (পেঠানশাহ), ঢেমিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আব্দুর রহমান, পূর্ব বেতাগী ওয়াজ উদ্দিন শাহ (রহ:) কে.জি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা জামাল হোসাইন, বেতাগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাখাওয়াতুল ইসলাম, পূর্ব বেতাগী হাফেজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা শামীমা আকতার, বেতাগী আন্দরঘোনা আবাসন হযরত হাফেজ বজলুর রহমান (রহঃ) সুন্নী নূরানী ইবতেদায়ী মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান, পূর্ব বেতাগী ইশকে মোস্তফা (দঃ) ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ জাবেদ, মাহমুদ আলম চৌধুরী, মুহাম্মদ মুফাচ্ছেল চৌধুরী, শেখ মুহাম্মদ আসিফ হোসাইন ও মীর নাইমুল হাসান আরমান প্রমূখ। আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ইউপি সদস্য মাহমুদ আলম চৌধুরী সাদী ও মাওলানা আবদুন নুর । প্রতিযোগিতায় বেতাগী ইউনিয়নের ২০টি স্কুল মাদ্রাসা হতে ১২০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। তৎমধ্যে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ১০ জন ও নাতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিযোগিতা ১০ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারীদেও সকলকে উৎসাহ পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ