এম বেলাল উদ্দিন, রাউজান : চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান আলকাদেরী (মা.জি.আ:) বলেছেন বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা সকল দিকে নেতৃত্ব দিচ্ছেন।ইহকাল পরকালের জন্য মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা।তিনি বলেন মাদ্রাসা শিক্ষা গ্রহনকারীরা সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যান বয়ে আনছে প্রতিনিয়ত।ইনশাআল্লাহ সারা বিশ্বে একদিন মুমলমানরা নেতৃত্ব দেবেন তাও থাকবে মাদ্রাসা পড়ুয়ারা।মাদ্রাসা শিক্ষার্থীদের আদব আখলাক হয় কোরআন হাদীসের আলোকে। নাস্তিক, শরাফি, সুদ খোর, ঘুষ খোর থেকে এদেশকে বাঁচাতে হলে এলমে দ্বীনের জ্ঞানী, আল্লাহওয়ালা বান্দা,অলী প্রেমিক,রাসুল প্রেমিক জনপ্রতিনিধি আমাদের নির্বাচীত করতে হবে।তাহলে দেশে শান্তি আসবে।তিনি ১লা জানুয়ারি (সোমবার) দুপুরে রাউজান পুর্ব ডাবুয়া হযরত বায়েজীদ বোস্তামী(রাঃ) মাদ্রাসা,এতিমখানার পাঠ্য কার্যক্রম উদ্বোধণ ও মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) মাহফিলে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।মাদ্রাসার প্রতিষ্টাতা দানবীর আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল সওদাগরের সভাপতিত্বে ও সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আঞ্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আলা হযরত গবেষক আল্লামা এম এ মান্নান(মা.জি.আ)। বিশেষ অথিতি ছিলেন নোয়াপাড়া কচুখাইন দরবার শরীফের শাহাজাদা মাওলানা হোসেন শাহ ও শাহাজাদা আরিফুর রহমান শাহ,ইহরাম হজ্ব কাফেলার পরিচালক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ ইকবাল।উপস্থিত ছিলেন মুহাম্মদ তসলিম,মোঃ আবু জাফর,মোঃ জাহাঙ্গীর প্রমুখ। মিলাদ শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান আলকাদেরী (মা.জি.আ)।