ইয়াবা ও জুয়ার আসরের প্রতিবাদ করায় সমাজপতিকে ছুরিকাঘাত

IMG 20230822 222143

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে ইয়াবা-জুয়ার আসর প্রতিরোধ করায় ক্ষিপ্ত হয়ে সমাজপতিকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর ৬নম্বর ওয়ার্ডের বসত আলী সারাং বাড়িতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এলাকার আবুল কালামের ছেলে  মো. শাজাহান (৪৩) স্থানীয় সমাজপতি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন এলাকার মজলিশ মিয়ার ছেলে মুন্না (৩৬)। থানায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের কথা জানিয়েছে থানা পুলিশ। আটককৃতরা হলেন নুরুল ইসলাম বাবুর্চি  (৫৫) ও তার ছেলে মো. তানজির (২২)।  স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে দৈনিক ১৬০০ টাকার বিনিময়ে ইয়াবা সেবনকারী ও জুয়ারীরা আসর বসিয়ে আসছিল অভিযুক্ত নুরুল ইসলাম ও মুন্নি দম্পতির বসতঘরে। সে কারণে সমাজপতি শাহাজান ওই পরিবারকে একঘরে (সমাজচ্যুত) করেছিল। এর জের ধরে সমাজপতিকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়।  আহত সমাজপতি মো. শাহজাহান বলেন, গত কয়েক বছর আগে থেকে ওই পরিবার তাদের ঘরে ইয়াবা সেবন ও জুয়ার আসর বসাতো। মাদকাসক্ত ব্যক্তিদের নিয়মিত যাতায়ত ছিল। আমি প্রতিরোধ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে রাতে ধারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আমার গাড়ি আটকিয়ে ছুরিকাঘাত করে। আমাকে বাচাতে এগিয়ে আসা মুন্নাও আহত হয়। এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শাহজাহানের দেওয়া লিখিত অভিযোগ পেয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এক পক্ষ বলছে ছুরিকাঘাত করা হয়েছে, অন্যপক্ষ বলছে ছুরিকাঘাত নয়, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises