ইয়াছিন নগরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের বিনামূল্যে খতনা ক্যাম্প অনুষ্ঠিত

received 2550759345088194

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান :রাউজান ইয়াছিন নগরে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ওষুধসহ খতনা ক্যাম্প শনিবার সম্পন্ন হয়েছে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইয়াছিন নগর শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা:) ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর ৩৫ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এই সুন্নতে খতনা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী জিয়াউল হক মাইজ ভাণ্ডারী (ক) ট্রাস্টের মাধ্যমে যে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড কাজ করে যাচ্ছেন তা আজ বিশ্বের মধ্যে প্রশংসিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আবু তৈয়ব মাষ্টার।দায়িত্বরত ডাক্তার ছিলেন ডাক্তার হাফিজুর রহমান। মোহাম্মদ আলমগীর ও আজগর আলী টিপুর যৌথ  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, মোহাম্মদ খালেক সওদাগর, মোহাম্মদ আহমদ চ্ছাপা, ইউপি সদস্য শাহাদাত হোসেন তালুকদার, সুমন চৌধুরী, মোহাম্মদ শাহেদ,মোহাম্মদ কাদের প্রমুখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ