আমিরাতে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রবাসী তরুণের মৃত্যু

bbbbbbbbbbbbbbb

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আবু বক্কর দিদার (২৬) নামের এক প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। শনিবার(১ জুন) আবুধাবীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরী হাট আমির ফকিরের বাড়ীর মো. নাছিরের পুত্র।

পরিবার সুত্রে জানা যায়, গত (২১ জুন) বুধবার সকালে আমিরাতের আবুধাবীতে একটি ফার্ণিচার দোকানে কাজ করার সময় অসাবধানতা বসত গাছের একটি ভাড়ী বাটম আবু বক্করের ঘাড়ে ও বুকে পড়ে। এসময় গুরুতর আহত হলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১২দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার মারা যায়। তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।

জানাযায়, গত দুবছর আগে স্বপ্ন নিয়ে আমিরাতে পাড়ি জমাই দিদার। পরিবারে অসচ্ছলতা দুর করতে কলেজ পড়াকালীন সময়ে প্রবাসে পাড়ি দেয় দিদার। অবিবাহিত দিদার ৩ ভাইয়ের মধ্যে সবার বড়। বাবার স্বপ্ন ছিল প্রবাসী সন্তানের মাধ্যমে একটু সচ্ছলতা আসবে পরিবারে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ