আনোয়ারায় অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে সভা

received 1702102110545211

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নানের বিরুদ্ধে আন্দোলনের বহিরাগতদের ষড়যন্ত্রের প্রতিবাদে সভা, গনস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে এ সভা করেন তারা। এতে চার থেকে পাঁচশ বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন। সভায় বক্তারা বলেন, মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান দীর্ঘ ১৩ বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে যাচ্ছেন। তনি উপজেলা পর্যায়ে চারবার, জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে একবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়। মাদ্রাসাকে আলিম থেকে ফাজিল পর্যায়ে উন্নিত করেন এবং মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপ দেন। কিন্তু সরকার পরিবর্তনের সুযোগে বহিরাগত ও এলাকার কিছু কুচক্রিমহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থী এবং এলাকাবাসী সব ষড়যন্ত্র প্রতিহত করব। বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর মাদ্রাসার শির্ক্ষাথীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনের পাশপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় এবং এতে সার্বিক সহায়তা করেন অধ্যক্ষ আবদুল হান্নান। ছাত্র-জনতার সফল আন্দোলনের পর  কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করলে এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করলে মাদ্রাসার সাবেক ও র্বতমান শিক্ষার্থীরা কঠোর হস্তে দমন করবে। রাজনীতির মাঠে রাজনীতি না করে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতে এলে কাউকে ছাড় দেওয়া হবেনা।মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মৌলানা রফিকুল ইসলাম আনোয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হাফেজ মৌলানা মনিরুল ইসলাম, রাশেদুল ইসলাম, মো. সাজ্জাদ, মো. তৌহিদ ও নুর হোসেন প্রমুখ।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ